ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ভোজ্যতেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা ঠেকাতে চলবে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ১২ মে ২০২২ | আপডেট: ২২:১৫, ১২ মে ২০২২

Ekushey Television Ltd.

ভোজ্যতেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা ঠেকাতে আগামী সপ্তাহ থেকে কঠোর অভিযানে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) ভোজ্যতেল বিপণনকারী কোম্পানি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেষে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।  

গত ঈদের আগে বাজার থেকে উধাও হয় ভোজ্যতেল। ঈদের পর তেল কিনতে গেলে অনেক দোকানদার সাথে অন্যপণ্য কিনতে বাধ্য করেন ক্রেতাদের। খুচরা ব্যবসায়ীদের দাবি, সংকটকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো তাদেরকেও তেলের সাথে অন্যান্য পণ্য নিতে বাধ্য করেছিল সেই সময়। 

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ভোজ্যতেল বিপণনকারী সব কোম্পানি। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, এক পণ্যের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা আইনের লঙ্ঘন। আগামী সপ্তাহ থেকে এর বিরুদ্ধে অভিযান চলবে।  

শিগগিরই ভোজ্যতেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি