ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের শরী‘আহ বিষয়ক ওয়েবিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৩০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রাম নর্থ ও সাউথ জোন এবং ২টি কর্পোরেট শাখার উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার (৩০ জুলাই) শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। 

সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। বক্তব্য দেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। 

চট্টগ্রাম সাউথজোন প্রধান মিয়া মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন। চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের অধীন শাখাসমূহ এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি