ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

ইসলামী ব্যাংক দনিয়া শাখা স্থানান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দনিয়া শাখাটি ঢাকা শরীফ টাওয়ার, ৬২ দনিয়া, কদমতলীতে স্থানান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী। 

ঢাকা ইস্ট জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুস সালাম বাবু। 

স্বাগত বক্তব্য দেন দনিয়া শাখা প্রধান মো. নাজিম উদ্দিন। এ সময় শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি