ঢাকা, রবিবার   ২৬ মে ২০২৪

সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন করবে তৃতীয় সমুদ্রবন্দর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২৮ অক্টোবর ২০২২

পদ্মা সেতুর পর দেশের দক্ষিণাঞ্চলের মানুষের আরেক স্বপ্ন পায়রা সমুদ্রবন্দর। এ স্বপ্নপূরণের পথ আরও একধাপ এগিয়ে গেছে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পকাজের উদ্বোধনে। আগামী বছরের জুনের মধ্যে পুরোপুরি চালু হলে অর্থনীতিতে সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন করবে দেশের তৃতীয় সমুদ্রবন্দরটি। সম্প্রসারিত হবে শ্রমবাজারও।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রকল্পগুলোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বন্দরের সাথে ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনাল, ছয় লেনের সংযোগ সড়ক ও আন্দারমানিক নদীতে ১.১৮ কিলোমিটারের চার লেন সেতু নির্মাণ কাজের হলো সূচনা।

এসব সুবিধায় বৈদেশিক বাণিজ্য বাড়ানোসহ অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পায়রা সমুদ্রবন্দর। 

দেশের তৃতীয় সমুদ্রবন্দরটি ঘিরে সরকারি ছাড়াও বেসরকারি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ছে দ্রুতগতিতে। দক্ষিণাঞ্চলের জন্য তৈরি হচ্ছে বড় শ্রমবাজারও।

জীবন-মান উন্নয়নের স্বপ্নে গভীরতম সমুদ্রবন্দরটি চালুর অপেক্ষায় উপকূলবাসীও।

এনএস//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি