ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দেশের বাজারে সয়াবিন তেল ও চিনির দাম আবারও বেড়েছে। প্রতি লিটারে সয়াবিনের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা এবং চিনির দাম প্রতি কেজিতে ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা।

বৃহস্পতিবার থেকেই সয়াবিন ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বুধবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়। একইভাবে বুধবারই চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। 

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি