ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

এসআইবিএল এর ‘প্রবাসী গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

“থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক ১৫ দিনব্যাপী “প্রবাসী গ্রাহক সেবা পক্ষ- ২০২২” কর্মসূচী শুরু করেছে। 

রোববার (৪ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন চীফ রেমিট্যান্স কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মোহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসাইন, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দ্রুত ও নিরাপদে প্রিয়জনের কাছে রেমিট্যান্স পৌঁছাতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ওপর আস্থা রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান। 

তাঁরা বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক বৈধপথে দেশে রেমিট্যান্স আনতে সকলকে উদ্বুদ্ধ করছে ও আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি