ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ১৪ মার্চ ২০২৩

লীড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধায়নে মৌলভীবাজার জেলার লীড ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স ১৩ই মার্চ অনুষ্ঠিত হয়েছে।
 
শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরি করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমদ, মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৩, সদস্য,ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের মাননীয় নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। এছাড়াও মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারসহ জেলার সকল ব্যাংকের সকল শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি