ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পপতি তাহের সোবহান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৪ জুন ২০২৩

Ekushey Television Ltd.

বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি তাহের সোবহান (৯০) আর নেই।

শনিবার (২৪ জুন) ভোর সোয়া ৪টায় চট্টগ্রামস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ বাদ আছর চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। 

তাহের সোবহান এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি, ব্লু  স্টার লিঃ ও বে-স্টার লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন।

তারা  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি