ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রিন ডেল্টা ইন্সুরেন্স ও বেসিসের সমঝোতা সাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গ্রিন ডেল্টা ইন্সুরেন্স এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীনে বেসিসের কর্মীরা ডেলটা লাইফ ইন্সুরেন্স থেকে স্বাস্থ বীমা সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং বেসিসের সভাপতি মো. মোস্তফা জাব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের উপদেষ্টা নাসির এ. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নাজিম তাজিক চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াফি এস এম খান, বেসিসের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, পরিচালক মোস্তাফিজুর সহমান সোহেল প্রমুখ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি