ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বাজেট পুঁজিবাজারবান্ধব ঢাকা স্টক এক্সচেঞ্জের অভিনন্দন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ৮ জুন ২০১৮

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে পুঁজিবাজারবান্ধব বলে অভিনন্দন জানিয়েছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শুক্রবার গণমাধ্যমে পাঠানো ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মহান জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছেন, যা বর্তমান সরকারের দুই মেয়াদে টানা দশমতম বাজেট৷ অর্থমন্ত্রী টানা দশমতম জাতীয় বাজেট উপস্থাপন করার গৌরব অর্জন করায় ডিএসই আন্তরিক অভিনন্দন জানাচ্ছে৷ “সমৃদ্ধির পথে বাংলাদেশ” শিরোনামে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সু-পরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল প্রস্তাব করা হয়েছে, সে জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ জানাচ্ছে অভিনন্দন৷

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, জেলা ভিত্তিক শিল্প পার্ক স্থাপন, বিদ্যুত, জ্বালানী, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাত সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন৷ সরকারের এই উদ্যোগ দেশের শিল্প উন্নয়ন ও প্রবৃদ্ধি তরান্বিত করবে৷ প্রবৃদ্ধির চালিকা শক্তি হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ডে শ্রম শক্তির অধিকতর অংশগ্রহণ ও মূলধন বৃদ্ধি৷

দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের অন্যতম মাধ্যম হলো দেশের পুঁজিবাজার৷ তাই আগামীতে “সমৃদ্ধির পথে বাংলাদেশ”র অংশীদার হিসেবে দেশের পুঁজিবাজার সরকারের কাংক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে বলে ডিএসই দৃঢ়ভাবে বিশ্বাস করে৷  

আরকে//এসি 

   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি