ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাছের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ১ জানুয়ারি ২০১৯

আবু ফরাহ মো. নাছের

আবু ফরাহ মো. নাছের

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নাছের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে নাছের ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। নাছের বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সের ডিপার্টমেন্ট, মাইক্রোক্রেডিট রিগুলেটরী অথোরিটি, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, নাছের উপমহাব্যবস্থাপক থাকাবস্থায় বাংলাদেশ ব্যাংক, চট্রগ্রাম অফিসেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, স্পেন, নেপাল, হংকং, মিশর, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ও ইন্ডিয়া ভ্রমণ করেছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি