ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইতালির উদ্দেশ্যে অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রকাশিত : ১৪:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পাঁচ দিনের সফরে আজ মঙ্গলবার সকালে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি রোমে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) এর গভনির্ং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগ দেবেন।
ইফাদ গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘রুর‌্যাল ইনোভেশন এন্ড ইন্টারপ্রিনিায়ারশিপ’।
অর্থ মন্ত্রণালয়েরর এক কর্মকর্তা জানান, পাঁচ দিনের সফর শেষে অর্থমন্ত্রী ১৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
ইফাদ গ্রামীণ এলাকা ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা এবং সম্ভাবনাগুলোর উন্নতির জন্য নতুনত্ব ও উদ্যোক্তার শর্ত তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি