ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মাছুম পাটোয়ারী

প্রকাশিত : ২০:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়। পদোন্নতি দিয়ে তাকে মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

মাছুম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিসহ (অনার্স) এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। চাকরি জীবনে তিনি ব্যাংকিং সুপারভিশন, বৈদেশিক মুদ্রা, মানবসম্পদ উন্নয়ন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ও কৃষিঋণ বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিলেট ও রাজশাহী অফিসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি