ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

এসিআই লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ১১৫ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সোমবার কোম্পানির পর্ষদ সভায় এমন সুপারিশ করা হয়েছে।

জানা যায়, আলোচিত সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৪.৮৭ টাকা। শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯৬.৫৯ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৭.৯০ টাকা (মাইনাস)।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২৩ ডিসেম্বর, সকাল ১১টায়, অফিসার্স ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি