ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংক ও হজ্জ এজেন্সী মালিকদের মতবিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

হজ্জযাত্রীদের হজ্জকালীন সময়ে সর্বপ্রকার ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে হজ্জ এজেন্সী মালিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাব- এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, হাব- চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সচিব মাহমুদুল হক পিয়ারু, এসআইবিএল শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য সচিব প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার, শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য ড. আ. ম. কাজী মোহাম্মদ হারুন উর রশীদ ও অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবু নাসের চৌধুরী সহ ঊর্ধ্বতন নির্বাহী ও হাব এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হজ্জ এজেন্সীর মালিকরা হজ্জযাত্রীদের ব্যাংকিং সেবা সহজীকরণের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি