ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব, সম্পাদক হাসিব

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮, ২৩ জানুয়ারি ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের হাসিব সোহেল নির্বাচিত হয়েছেন। 

রোববার (২২ জানুয়ারি) দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ।
 
ভোট প্রদান কার্যক্রম সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
 
নির্বাচনে সহ-সভাপতি পদে মোসাদ্দেকুর রহমান (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক নোমান বিন হারুন (আমাদের সময়), কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ (একুশে টিভি অনলাইন), দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক (আমার সংবাদ) এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাহাত চৌধুরী (দৈনিক আজকালের খবর) ও মো. সৌরভ (দৈনিক আমার বার্তা)।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ বলেন, একটি উৎসবমুখর পরিবেশে জাবি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সকল সদস্যদের অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ। নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় সহকারী নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান ও জাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এসময় তিনি বলেন, নির্বাচন যেকোনো সংগঠনের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। জাবি প্রেসক্লাব প্রতিবছর সঠিক সময়ে নিবার্চন অনুষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি, নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে প্রেসক্লাবকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

এছাড়া নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচন পর্যবেক্ষণ করেন জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ছায়েদুর রহমান, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান।

ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহেদ রানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইবিএ’র অধ্যাপক মোতাহার হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল রাকিব, আইবিএ’র সহকারী অধ্যাপক মওদুদ আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি