ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৩

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাবিপ্রবির বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় ও শিক্ষার্থী হলে র্সূযোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ব্যানার ও বুকে কালো ব্যাজ ধারণ করে নবনির্মিত শহীদ মিনারের দিকে খালি পায়ে এগিয়ে যান শিক্ষক কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

এসময় 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি' গানটি গাওয়া হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক র্অপণ করছিলেন ভাইস চ্যান্সলের প্রফসের ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সলের ড. কাঞ্চন চাকমা, জুয়েল সিকদার (প্রক্টর) অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-র্কমচারী ও শিক্ষার্থীবৃন্দ।

শহীদ মিনারে ফুল দেয়ার পরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক র্অপণ করেন উপার্চায। এর পরে রাবিপ্রবির প্রথম বই মেলার উদ্ভোধন করেন উপাচার্য। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে উপাচার্য ভাষা শহীদসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। 

বাঙ্গালি জাতিকে বীরের জাতি উল্লেখ করে উপার্চায আরও বলেন, ভাষার জন্য জীবন দেয়া পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙ্গালি জাতি নিজেদের বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে। এই ভাষার স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এই ভাষাকে ধারণ ও লালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও র্কতব্য।

অন্যান্য বছরের তুলনায় এই বছর কিছুটা আলাদাভাবে শহীদ দিবস পালন করলো রাবিপ্রবিয়ানরা। এই প্রথম নিজ ক্যাম্পাসে বইমেলা ও শহীদ মিনারে ফুল দিতে পেরে খুশি রাবিপ্রবিয়ানরা। 
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি