ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অষ্টম ডিআরএমসি জাতীয় ভাষা উৎসবের উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২০ মার্চ ২০২৩

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তিনদিনব্যাপী অষ্টম ডিআরএমসি জাতীয় ভাষা উৎসব-২০২৩ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ সাইফুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ ও আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল।  
 
তিনদিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলা অলিম্পিয়াড, ইংরেজি অলিম্পিয়াড, উপস্থিত বাংলা বক্তৃতা, উপস্থিত ইংরেজি বক্তৃতা, বই ভিত্তিক কুইজ, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সহ ৩৬টি প্রতিযোগিতায় ১৬০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, রেমিয়েন্স ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর ও উৎসবের আহ্বায়ক প্রভাষক মো. মুজাহিদ আতীক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি