ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

রুয়েটের ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ৭ অক্টোবর ২০২৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ৫৩ জন শিক্ষক ও গবেষকের গবেষণা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ২ কোটি ২৮ লাখ ৭২ হাজার বরাদ্দ দেয়া হয়েছে। 

শনিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গবেষণা সম্পর্কিত মূল্যায়ন কমিটির সভায় প্রকল্প অনুমোদন ও সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদিত গবেষণা প্রকল্প আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা এবং ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়নকৃত গবেষণা প্রকল্পগুলোর চূড়ান্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবর সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করতে হবে। 

এছাড়াও সভায় তিন শিক্ষকের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে জার্নাল প্রকাশের জন্যও অর্থ বরাদ্দ করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. ফারুক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানা, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী  শাহাদাৎ হোসেন প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি