ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

হাবিপ্রবি’র পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ১৩ অক্টোবর ২০২৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ পুকুরে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে এবং আরেকজন আহত হন। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিক্ষার্থী প্রীতি দিনাজপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। দিনাজপুর জেলার কোতয়ালী উপজেলার বালুবাড়ীর গাউছিয়া গ্যারেজ এলাকার মো. সাদেক আলীর মেয়ে প্রীতি।

অপরদিকে চিকিৎসাধীন ছাত্রী নিপা দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। পিতার নাম মোস্তফা, তার বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গাপাড়া (হাসপাতাল সংলগ্ন) এলাকায়।

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপর শিক্ষার্থী চিকিৎসাধীন আছেন। আমরা তাদের পরিবারকে জানিয়েছি। দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, 'শিক্ষার্থী পুকুরে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্র আমি এবং স্টুডেন্ট অ্যাডভাইজর স্যার সেখানে যাই। গিয়ে দেখতে পাই সেখানে স্থানীয় ডেকোরেটরের দুজন ছেলে তাদের পানি থেকে খুঁজে ওপরে তুলে আনছে। তাদের মুখ দিয়ে পানি বের হচ্ছে। আমরা তৎক্ষনাৎ অ্যাম্বুলেন্সে তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠাই। আমাদের দুজন শিক্ষককেও তাদের সঙ্গে যান। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত ছিলাম না, তারা আমাদের শিক্ষার্থী না সরকারি কলেজের। পরে আমরা জানতে পারি, তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। দিনাজপুর সরকারি কলেজে পড়াশোনা করেন তারা। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তারা তদন্ত করছে।

উল্লেখ্য, কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পূর্বেই নামে-বেনামে নানা ফেসবুক পেইজে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়, যা সম্পূর্ণ ভুল তথ্য। বিশ্ববিদ্যালয়ের নামে খোলা এসব পেইজ সুষ্ঠু নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি