ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

খাদিজার নিঃশর্ত মুক্তি চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৩, ২ নভেম্বর ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে খাদিজার চিকিৎসা সেবা নিশ্চিতসহ দ্রুত সব মামলা তুলে নেয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (১ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিসিয়াল এক্স-এ (সাবেক টুইটার) এক টুইট বার্তায় এ বিবৃতি প্রকাশ করে সংস্থাটি। 

এটি জরুরি পদক্ষেপ জানিয়ে তাদের সঙ্গে যোগ দিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, খাদিজাতুল কুবরার (২০) এক বছরেরও অধিক সময় ধরে বিনাবিচারে আটক হয়ে আছে। ২০২০ সালে একটি ওয়েবিনারে উপস্থাপনার কারণে সম্প্রতি বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর দুই বছর পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।

আরও বলা হয়, ওয়েবিনারে উপস্থাপনের সময় তার বয়স ১৭ বছর হলেও তাকে প্রাপ্ত বয়স্ক হিসাবে ধরে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে এবং একের পর এক জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। 

তার জামিনের পরবর্তী শুনানি ১০ নভেম্বর।

পড়াশুনার জন্য খাদিজার এখন ক্যাম্পাসে থাকা উচিত জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি কঠোর আইনের জন্য খাদিজার জেলে থাকা উচিত নয়।

বাংলাদেশ সরকারের কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তিন দাবি: খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিন; মুক্তি যতদিন মূলতুবি থাকবে ততদিন তার এমন স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন যা আন্তর্জাতিক মান পূরণ করে; মত প্রকাশের স্বাধীনতার নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত ও আটক সবাইকে মুক্তি দিতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি