ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

জাবি প্রেসক্লাবের যুগপূর্তি উদযাপন

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৯, ২২ জানুয়ারি ২০২৪

বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। 

রোববার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো: নূরুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করলেও জাবি প্রেসক্লাবের সাংবাদিকদের লেখনীতে মনে হয় তারা যেন জাতীয় পর্যায়ের পেশাদার সাংবাদিক। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সত্য প্রকাশের স্বার্থে যেকোন প্রয়োজনে আমাদের কাছে তথ্য জানতে চাইবেন। 

বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধিতে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে। ইতোমধ্যে আমরা বায়োডাইভারসিটি মাস্টারপ্ল্যান করার উদ্যোগ নিয়েছি। দীর্ঘ ৫৪ বছর পর আমরা বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান পেয়েছি। অনুষদভিত্তিক বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে সমাজবিজ্ঞান এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ। বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা গবেষণায় আরও এগিয়ে যায় সেজন্য সাফল্যগুলো আপনারা পত্রিকায় তুলে ধরবেন। 

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে শ্যামল দত্ত বলেন, আমরা সাংবাদিকতা কেন করব এটি জানা জরুরি। বর্তমান জেনারেশনের কেউ পত্রিকা পড়েনা। বই পড়ে না, অডিওবুক শুনে। দশ বছর পর পত্রিকা বলতে কিছু থাকবে না বিশ বছর পর হয়তো টেলিভিশন বলতে কিছু থাকবে না। আমাদের জেনারেশনের বেশ কিছু মানুষের এখনো পত্রিকা পড়ার অভ্যাস রয়ে গেছে। এরপরেও যারা সাংবাদিক পেশায় আসতে চান তাদেরকে প্রচুর পড়তে হবে, জানতে হবে। ক্লাসিক সাহিত্য যেমন রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, জীবনানন্দকে নিজের মধ্যে ধারণ করতে হবে। ভালো মুভি দেখতে হবে।‌ গান শুনতে হবে। সাংবাদিক হই না হই, নিজেকে একজন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক শফি মুহাম্মদ তারেক বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একজন সংবাদকর্মী অনেক তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে গবেষণার মাধ্যমে সংবাদ প্রকাশ করে। ভুল তথ্য যেন ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যাত্রা অব্যাহত থাকলে একদিন জাবি প্রেসক্লাব দেশ থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে।

সমাপনী বক্তব্যে জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন বলেন, ২০১২ সাল থেকে হাটি হাটি পা পা করে সকলের প্রচেষ্টায় আজ এক যুগ পূর্ণ করলো জাবি প্রেসক্লাব। প্রেসক্লাব সদস্যরা বাংলাদেশে প্রথম সারির দৈনিকগুলোতে কাজ করছে। ১৫টি প্রিন্ট পত্রিকাসহ ২০ টির অধিক অনলাইন ও অন্যান্য পত্রিকায় কর্মরত ২৭ জন সদস্য এবং ১৫ জন সহযোগী সদস্যের এক বিশাল পরিবার এটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গত এক যুগে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই সাংবাদিক সংগঠনটি স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে।

জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিব সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আবদুল্লাহ হেল কাফী, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আক্তার। 

এসময় প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দের মধ্যে আমিনুল ইসলাম ইসহাক, রায়হান চৌধুরী, সাগর কর্মকার, হাসান তানভীর, খলিলুর রহমান, ইমন মাহমুদ ও নুর হাছান নাঈম বক্তব্য রাখেন। 

উল্লেখ, ২০১২ সালের ২১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব তার যাত্রা শুরু করে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি