ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২৫ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:৩৭, ২৫ জানুয়ারি ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। 

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছারকে ৪ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো। 

এ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি উপাচার্য হিসেবে গত বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রো-ভিসি (শিক্ষা) পদটি শূন্য হয়।

অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি