ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

পবিপ্রবিতে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় একাডেমিক ভবনের সামনে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের গণিত বিভাগের তত্ত্বাবধানে অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্ত্বে অধ্যাপক ড. আব্দুল মাসুদ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি সিএসই অনুষদের ডিন অধ্যাপক বেল্লাল হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট)  অধ্যাপক ড. মো: মুস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ।

উদ্বোধন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অলিম্পিয়াড প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরবর্তীতে বিকাল ৩টা ৩০ মিনিটে অতিথিরা বক্তব্য প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্ব, ফলাফল প্রকাশ, সার্টিফিকেট প্রদান, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। 

দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিদের লজিস্টিক সাপোর্ট, স্নাকস, দুপুরের খাবার প্রদান করা হয়। 

১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, গণিত শিক্ষার প্রতি আগ্রহী তৈরি করা গণিত অলিম্পিয়াডের মূল লক্ষ্য। সারাদেশে বাংলাদেশ গণিত সোসাইটি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে চলে আসছে। গণিতের ব্যবহার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গাণিতিক শিক্ষার মেধার বিকাশ ঘটাতে এবং গণিত শিক্ষার প্রতি আগ্রহী তৈরি করা গণিত অলিম্পিয়াডের মূল লক্ষ্য। গণিত ছাড়া সাইন্স চিন্তা করা যায় না। বাংলাদেশের মেধাবীরা যারা গণিত ভালো পারে তারাই সাধারণত সাইন্স পড়ে থাকে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি