ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

রাবিপ্রবি পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ৪ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  নাহিদ ইজাহার খান। 

বুধবার রাবিপ্রবি সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন  পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি) ও রাঙ্গামাটির সংরক্ষিত নারী আসনের সাংসদ জরতী তঞ্চঙ্গ্যা।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার বলেন, দায়িত্ব পাওয়ার পর ঢাকার বাহিরে এটাই আমার প্রথম সফর। আমার রাঙ্গামাটির সফর সম্পর্কে জানার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাবিপ্রবি পরিদর্শন ও রাবিপ্রবিয়ানদের অবস্থা বিষয়ে তাঁকে অবহিত করতে নির্দেশ দিয়েছেন।

এসময় তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন জেলার সংস্কৃতিকে দেশের মানুষের মধ্যে বিনিময় করার আহ্বান জানান। এর ফলে দেশের ছেলেমেয়েরা বিপথে যাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

হারিয়ে যাওয়া নাচ, গান, কবিতা, আবৃত্তি আর নাটক নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবার প্রতি পরামর্শ প্রদান করেন প্রতিমন্ত্রী।

এর আগে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতারের নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, ড. নিখিল চাকমা (প্রক্টর,ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রতিমন্ত্রী এবং অতিথিবৃন্দকে সাদরে বরণ করেন। 

এরপর জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি