ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২০ এপ্রিল ২০২৪

দেশজুড়ে বহমান তাপদাহের পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, দেশজুড়ে বহমান তাপদাহের পরিস্থিতির ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে।

পবিত্র রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে সারাদেশের স্কুল ও কলেজ খুলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকলেও শুক্রবার ও আজ শনিবার বন্ধের দিন থাকায় রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে, দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি