ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

উপাচার্যসহ ২০ জনের নামে থানায় অভিযোগ কুবি শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৯, ২৯ এপ্রিল ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের নেতৃত্বে কোষাধ্যক্ষ, প্রক্টর ও চাকরি প্রার্থী সাবেক শিক্ষার্থী কর্তৃক হামলার ঘটনায় উপাচার্যসহ ২০ নামে থানায় অভিযোগ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।  

রোববার (২৮ এপ্রিল) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।  

অভিযোগপত্রে বলা হয়, রোববার (২৮ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আহুত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে অবস্থানরত শিক্ষকদের ওপর উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন এবং তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা শারীরিকভাবে হামলা করে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। 

এ সময় অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, পরিসংখ্যান বিভাগ, সহযোগী অধ্যাপক ৬. আমান মাহবুব, গণিত বিভাগ, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, মার্কেটিং বিভাগসহ আরও ২০ জন শিক্ষক হামলার শিকার হন। 

সেই সঙ্গে প্রক্টোরিয়াল বডি ও কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের নানাভাবে হুমকিধামকি প্রদান করেন ও শারীরিকভাবে আক্রমোদ্যত হন। পরবর্তী সময়ে সন্ত্রাসীরা জেল ফেরত হিসেবে দাবি করে শিক্ষকদের দেখে নেবার ভয়ভীতি প্রদর্শন করে। 

এভাবে শিক্ষকদের উপর হামলা ও হুমকিধামকির ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের এবং পরিবারের সদস্যদের জীবনের ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন উত্তর সৌহাদ্য বিনিময়ের জন্য উপাচার্য কার্যালয়ে দেখা করার জন্য উপস্থিত হলে প্রক্টোরিয়াল বডি, বিশ্ববিদ্যালয়ের কতিপয় বিপদগামী কর্মকর্তা, বহিরাগত সন্ত্রাসী ও অছাত্ররা উপস্থিত শিক্ষকদের উপর দফায় দফায় হামলা করে এবং আক্রান্ত শিক্ষকদের নিরাপত্তা বিধান না করে উপাচার্য কার্যালয়ে শিক্ষকদের অরক্ষিত রেখে কার্যালয় ত্যাগ করেন। 

এর পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতি সদর দক্ষিণ থানায় জিডি দায়ের করে। শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে উক্ত অভিযোগপত্রটি বিবেচনায় নিয়ে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে কার্যকরি আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি