ঢাকা, বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫

অধ্যাদেশ ঘিরে ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থী মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৩ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

স্বতন্ত্রতা রক্ষার দাবিতে ঢাকা কলেজের ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষকরা। অন্যদিকে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশের দাবিতে গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শিক্ষক–শিক্ষার্থীদের এমন মুখোমুখি অবস্থান দেখা যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা কলেজের প্রধান ফটক বন্ধ করে মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

এদিকে ইডেন বাঁচাও রক্ষা পরিষদ–এর একদল শিক্ষার্থী ঢাকা কলেজ অধ্যক্ষ ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজের ভেতরে শিক্ষকরা এবং বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছেন। কোনো তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে—এ কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা।”

অধ্যাদেশের দাবিতে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, দীর্ঘ শোষণ–বঞ্চনা ও অনিয়মের প্রতিবাদে গত বছর সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসে। এরপর রাষ্ট্রীয় উদ্যোগে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন কাঠামো গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় দেড় বছর ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীর অভিযোগ, “অধ্যাদেশের খসড়া প্রকাশের পর সাত কলেজের কিছু শিক্ষা ক্যাডার শিক্ষক বিশ্ববিদ্যালয় কাঠামোয় যেতে আগ্রহ দেখাচ্ছেন না। রাষ্ট্র আমাদের জন্য উন্নত একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে চাইলেও কিছু শিক্ষক তার বিরোধিতা করছেন—এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের আন্দোলনের মাঝেই তারা ইচ্ছাকৃতভাবে বিক্ষোভ সৃষ্টি করে শিক্ষক–শিক্ষার্থী মুখোমুখি অবস্থা তৈরির চেষ্টা করছেন।”

সার্বিক বিষয়ে কথা জানতে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি