ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ৩১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে পাশের কক্ষের ছাত্রীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামিয়ে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমি বর্তমানে বাইরে আছি। আত্মহত্যার একটি ঘটনার খবর পেয়েছি। মতিহার থানার ওসি আমাকে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। অভিভাবকরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি