ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

এইচএসসির নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

২০২৬ সালের এইচএসসির টেস্ট পরীক্ষা (নির্বাচনী পরীক্ষা) ফেব্রুয়ারি মাসে আয়োজন করে ১০ মার্চের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষর করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ বছরের এইচএসসি পরীক্ষার ফরমপূরণ ১১ মার্চ থেকে শুরু হবে। এর সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি