ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

যেভাবে জানবেন ৩৭তম বিসিএস লিখিতের ফল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:১১, ২৫ অক্টোবর ২০১৭

৩৭ তম বিসিএস পরীক্ষার্থীদের ৫ মাসের অপেক্ষার অবসান ঘটল। বহু প্রতীক্ষিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিকালে বিসিএস পরীক্ষা আয়োজনকারী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) লিখিতের ফল প্রকাশ করে। এতে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। তারা ভাইবায় অংশ নেবেন। শিগগিরই ওই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।  

পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জানান, আজ বিকেলে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।

কিছুক্ষণ পর পিএসসির www.bpsc.gov.bd ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল জানা যাবে এ পদ্ধতিতে। PSC স্পেস দিয়ে ৩৭তম এর রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রশন নম্বরসহ কোয়ালিফইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফল পাওয়া যাবে।

গত বছরের ১ নভেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। বিসিএসের ইতিহাসে ওইবার এতো কম সময়ের মধ্যে প্রথম ধাপের ফল ঘোষণা হয়। গত ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। পরে ৩৭ তমের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে।

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি