ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

ইবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৬, ৯ ডিসেম্বর ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর কাছে শনিবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান উপস্থিত ছিলেন। ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪৭২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১ হাজার ৪২৭ জন। এদের মধ্যে এক হাজার ৩০৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। মেধা ও অপেক্ষমান তালিকায় অবস্থান, বিষয়ভিত্তিক ও মোট প্রাপ্ত নম্বর ইত্যাদি ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি

এসএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি