ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ঢাবির ভিসি চত্বরে আবারও বসলেন সেই ওয়ালিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০০, ৪ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভিসি চত্বরে ডাকসু নির্বাচনের দাবিতে আবারও বসেছেন সেই ঢাবির সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের এমএসএস (সান্ধ্যকালীন) কোর্সের দশম ব্যাচের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। এর আগে ডাকসু নির্বাচনের দাবিতে টানা ১৪ দিন অনশনে করেন তিনি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশরাফকে স্মৃতি চিরন্তনের পাদদেশে বসে থাকতে দেখা যায়। আগের মতো তার সঙ্গে ছিল সেই পুরনো সাইকেল৷ যেখানে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত সংস্কার প্রস্তাবনা টাঙানো ছিল৷ যাতে লেখা ডাকসু নির্বাচন চাই।

আশরাফ জানান, ডাকসুবিষয়ক আলোচনার ভ্রাম্যমাণ ক্যাম্প হিসেবে সাইকেলকে ব্যবহার করে সাত মাস ধরে আমি গণসংযোগ চালিয়ে আসছি৷ ডাকসু নির্বাচনের জন্য ১৪ দিন ধরে অনশন করে শুধু আশ্বাস পেয়েছি৷ ডাকসু নির্বাচনের কোনও আভাস না পেয়ে ১ জানুয়ারি থেকে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে গণসংযোগ কার্সক্রম শুরু করেছি৷ কিন্তু, এখানে আজ থেকে স্মৃতি চিরন্তন কেন্দ্রীক অবস্থান ও গণস্বাক্ষর সংগ্রহে প্রতিদিন রাত ৯টা থেকে ১টা পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছি৷ কলা খাচ্ছি আর আলাপ করছি ৷ অপেক্ষায় আছি নির্বাচন কার্যক্রমের অগ্রগতির জন্য৷

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ওয়ালিদ আশরাফ একাই টানা ১৪ দিন অনশন করেছিলেন৷ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে নির্বাচনের আশ্বাস দিয়ে অনশন ভাঙান৷

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি