ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাবির দশম সমাবর্তন বক্তা আলমগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত  এমিরেটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজউদ্দীন।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, দশম সমাবর্তন সফলভাবে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সমাবর্তনে বাংলাদেশের বর্ষীয়ান ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজউদ্দীন সমাবর্তন বক্তা হিসেবে আসছেন। তিনি ১৯৮৮-১৯৯১ সালে চবির উপাচার্য পদে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে একুশে পদক অর্জন করেছেন।

১৯৬০ সালে তিনি চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষায় কর্মজীবন শুরু করেন। ১৯৬৯ সালে শিক্ষক হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ১৯৭৪ সালে তিনি ইউনিভার্সিটি অব লন্ডনে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। ইতিহাস ও আইনশাস্ত্রে তার একাধিক গ্রন্থ ও দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৮৮ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব নেন। ২০১২ সালে তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক হিসেবে মনোনীত হন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি