ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চুয়েটে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে পুরকৌশল ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ। এতে চুয়েটের

মানববন্ধনে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলায় সমগ্র শিক্ষক সমাজ অপমানিত হয়েছেন। একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত আক্রমণ কখনো মেনে নেওয়া যায় না। এটি আমাদের জাতির বিবেকের উপর হামলা। মুক্তবুদ্ধি চর্চার উপর প্রতিক্রিয়াশীলদের হামলা। এ ধরণের অশুভ প্রতিক্রিয়া কোনভাবেই মেনে নেওয়া যায় না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি