ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

পিএসসির নতুন সদস্য অধ্যাপক হামিদুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক মো. হামিদুল হক। পিএসসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. হামিদুল হককে পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অধ্যাপক হামিদুলকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকসহ অন্যান্য সদস্য, পিএসসির সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি