ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

দুগ্রুপের সংঘর্ষে রুয়েটে ছাত্রলীগের কমিটি স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

 আধিপত্য বিস্তারের চেষ্টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আহতরা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সংঘর্ষের পর রুয়েট ছাত্রলীগ কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে কেন্দ্রে থেকে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রুয়েটের শহীদ হামিদ হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান জানান, এক ‘সিনিয়র ছাত্রলীগ নেতাকে সম্মান না দেখানোর’ অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। এরপর সভাপতির সমর্থকরা জড়ো হয়ে হলের গেট বন্ধ করে দেয় এবং অন্যপক্ষের সমর্থকদের পিটিয়ে জখম করে। পরে রাত ১২টার দিকে পুলিশ ও নগর ছাত্রলীগের নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় জানান, ভুল বোঝাবুঝির জায়গা থেকেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় রুয়েট ছাত্রলীগের কমিটি স্থগিত করার করা হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে শহীদ আবদুল হামিদ হলে এই দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে ১১ জন আহত হন। নেশা করে হলে মাতলামি করাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।

একে/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি