ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

জবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাদ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাদ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। এর আগে গত ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির মিটিংয়েও সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সিন্ডিকেটের মিটিং শেষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য জানান।   

সিন্ডিকেটে অনুমোদিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে উপাচার্য বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ আগামীতে কোন মিডটার্ম পরীক্ষাও আর এমসিকিউ পদ্ধতিতে হবে না। স্নাতক পর্যায়ে ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করে কোন শিক্ষক ক্লাস নিতে পারবেন না।

তিনি বলেন, যদি কোর্সের প্রয়োজনে কোন ভিডিও অথবা সচিত্র কন্টেন্ট শিক্ষার্থীদের দেখানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে বিশেষ নিয়মে মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারবেন। তবে স্নাতকোত্তর পর্যায়ে মাল্টিমিডিয়া ব্যবহার করা যাবে। এবং প্রত্যেকটি কোর্সের জন্য সংশ্লিষ্ট শিক্ষক একটি করে টেক্স বুক নির্ধারণ করে দিবেন যেটা বাজারে পাওয়া যাবে ও অবশ্যই শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। প্রয়োজনে একাধিক রেফারেন্স বুক অনুসরণ করা যাবে। তবে শিক্ষার্থীদের কোন প্রকার নোট বা শিট সরবরাহ করা যাবে না। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি