ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ডাকসুর পদযাত্রা

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:০২, ৫ অক্টোবর ২০১৯

চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে পদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় শুদ্ধি অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানায় ডাকসু। শনিবার দুপুরে ডাকসু ভবন থেকে এ পদযাত্রা শুরু হয়। 

পদযাত্রাটি অপরাজেয় বাংলা ও টিএসসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় তারা জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী স্লোগান সংবলিত প্লেকার্ড বহন করে।

ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, মুহা. মাহমুদুল হাসান, নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম সবুজসহ শতাধিক শিক্ষার্থী। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাদ বিন কাদের চৌধুরী।

তিনি বলেন, দেশের দুর্নীতি নিমূর্লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযানকে আমরা স্বাগত জানাই। এর আগে কেউই নিজ দলের নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান পরিচালনা করতে পারেনি। শেখ হাসিনাই এটা করেছেন। একে আরও বেগবান করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই চলমান অভিযান অব্যাহত থাকবে।

এনএস/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি