ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

এমপিওভুক্ত আইসিটি শিক্ষকরাও নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৯ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:৪৮, ২৯ আগস্ট ২০২২

বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আইসিটি শিক্ষকদের নতুন করে নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব ও শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ চার বিবাদীকে এই আদেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে সোমবার (২৯ আগস্ট) বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তি-২০২২ প্রকাশ করে। গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তিটি প্রকাশ কর।

বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে এমপিও ও নন-এমপিও পদের জন্য মোট ১৫ হাজার ১৬৩টি ফাঁকা আসনের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে এমপিওভুক্ত ১২ হাজার ৮০৭টি এবং নন-এমপিওভুক্ত ২ হাজার ৩৫৬টি আসনের জন্য অনলাইন আবেদন গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু ওই বিজ্ঞপ্তিতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আবেদনের কোনও সুযোগ রাখা হয়নি।

পরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) পদে বিভাগীয় প্রার্থী হিসেবে এনটিআরসিএ নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের আবেদন করার সুযোগ প্রদানের নির্দেশনা চেয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত ১০১ জন শিক্ষক হাইকোর্টে রিট দায়ের করেন।

সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলটির শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি