ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

জ্ঞান গবেষণায় চবির অর্জন এখন দৃশ্যমান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিজ নিজ গবেষণামূলক প্রবন্ধের জন্য বাংলাদেশ মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বর্ণপদক অর্জন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ‘শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়েছে।     

সোমবার চবির ব্যবসায় অনুষদের লেকচার গ্যালারিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সালাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ইউজিসি স্বর্ণপদক অর্জন তারঁ নিজের একার নয়, এ সম্মান ও গৌরব বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণাসহ ভৌত অবকাঠামো উন্নয়নে যেভাবে এগিয়ে চলেছে আগামীতেও অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, জ্ঞান গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্জন এখন দৃশ্যমান। এ সম্মাননা ও শুভেচ্ছা জ্ঞাপনের ফলে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের বিশ্বাস, সংবর্ধিত শিক্ষকদের অবদানে চবি শিক্ষা-গবেষণা আরও বেগবান হবে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ, আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড.আব্দুল্লাহ আল ফারুক, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এর প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন ও প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ নোমানকে সম্মাননা জানানো হয়।

শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, ড. শাহাদাত হোসন ও প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি