ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের নতুন পরিচালক ড. মিটু

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:২২, ২০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:২২, ২০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. মিটু চৌধুরী। জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ড. মিটু গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, প্রক্টরসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিকৃবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি, নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ও সিকৃবি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতিসহ অন্যান্য পদে দায়িত্বরত রয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর ড. মিটু চৌধুরী বলেন, ছাত্র পরামর্শক হিসেবে ছাত্রদের যে কোনও যৌক্তিক দাবি আদায়ে সার্বিক সহযোগিতা করবো। নিজের দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি