ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সিকৃবিতে প্রাধিকারের উদ্যোগে বৃক্ষরোপন 

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:২১, ২১ সেপ্টেম্বর ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) প্রাণি অধিকার নিয়ে কাজ করা একমাত্র সংগঠন প্রধিকার সিকৃবি শাহপরান (র) হলে প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির পালন করছে। 

সিলেটের পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ ‘বৃক্ষ ভিক্ষা’কর্মসূচির অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাধিকারের আয়োজনে  বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। শনিবার ( ২১ সেপ্টেম্বর)  বিকাল ৫টায়  সিকৃবি শাহপরান (র.) হল প্রাঙ্গণে  ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপন করা হয়। 

সিকৃবি প্রাধিকারের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় ও প্রধিকারের সভাপতি আবু ইরবাত আহমেদ রাফির  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবি শাহপরান (র.) হল প্রভোস্ট প্রফেসর ড.শারফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসনাইন আহমেদ প্রাধিকারের সাবেক সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী,ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) প্রতিনিধি-জনাব প্রত্যুষ তালুকদার,  নার্সারী মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর।

প্রধান অতিথি ড.শারফ উদ্দিন বলেন, আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। তিনি বৃক্ষরোপন  কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

 বিশেষ অতিথি ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে বিপন্ন হওয়া পরিবেশ বাঁচাতেই ভূমিসন্তান বাংলাদেশের জনসচেতনতা ও গাছ লাগানোয় উৎসাহ দিতে বৃক্ষ ভিক্ষা কর্মসূচি পালন করেছে। 

 ভূমিসন্তান বাংলাদেশের সংগঠনের সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় বৃক্ষ ভিক্ষা কর্মসূচি পালন করে সংগঠনটি ৭৫০টি গাছের চারা সংগ্রহ করেছিল। সংগ্রহকৃত এসব গাছ  পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ভিক্ষায় প্রাপ্ত বৃক্ষের রোপন কর্মসূচি পালিত হবে।তারাই অংশ হিসেবে আজ সিকৃবিতে প্রধিকারের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  হল।
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি