ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ৪ ডিসেম্বর ২০১৯

প্রথমবারের মত দেশের ৭টি কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ এবং সর্বনিন্ম ৫০.২৫। অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিন্ম নম্বর ৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভর্তি পরিক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন  বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

তিনি বলেন, এবছর ভর্তি পরীক্ষায় ৩৫ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৪৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ (জিপিএ নম্বরসহ ১৭৬.০৩) এবং সর্বনি¤œ ৫০.২৫ (জিপিএ নম্বরসহ ১৫০.২৫)।

অপেক্ষামান তালিকা, ভর্তি ও মাইগ্রেশনের পদ্ধতিসহ অন্যান্য সকল তথ্যাদি (https://admission-agri.org/) ওয়েবসাইটে ও প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে।

সাংবাদিক সম্মেলনে  ইউজিসি সদস্য ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, কৃষি সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয়ের উপাচার্যগণ এবং ভর্তি কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধায়নে গত ৩০ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৬টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় ৬৫.২২ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি