ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

রাবি ছাত্রলীগের হল সম্মেলন ৫ ফেব্রুয়ারি

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:১৩, ১৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দীর্ঘ চার বছর পর হল কমিটি পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। আগামি ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন হবার কথা নিশ্চিত করেছেন রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

তিনি বলেন,  আমি এবং আমার সভাপতি দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি দিতে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আগামি মাসের ৫ তারিখ হল সম্মেলনের জন্য প্রত্যেক হলের সকল পদপ্রত্যাশীদের আগামি ১৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও উপ-দপ্তর সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়।

এআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি