ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

চেহারা পাল্টে ফেললেন শ্রাবন্তী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ১২ জুন ২০২০ | আপডেট: ২৩:৪০, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

কলাকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানা সময়ে তিনি আলোচনায় থাকেন। এবার নিজের চেহারা পরিবর্তন করে রয়েছেন আলোচনায়। তবে সেটি বাস্তবে নয় অ্যাপে। প্রায় সময়ই আমরা দেখতে পাই ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে নিজেদের চেহারা পাল্টে ফেলা। ওই ধরনের অ্যাপের সাহায্যে নিজের চেহারাকে ২০ বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়।

আবার কখনও নিজের মৃত্যুর কারণ কী তাও জিজ্ঞেস করা হয়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেই অ্যাপের সাহায্য নিয়ে বেশ মজা করেই ছবি শেয়ার করেছেন স্যোশাল মিডিয়ায়।

অ্যাপ নিয়ে চেহারা পাল্টালেন শ্রাবন্তী

নিজের চেহারা একেবারে পাল্টে ফেলতে তিনি এক নতুন ধরনের অ্যাপের সাহায্যে নিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সেই ছবি দেখে সেখানে মন্তব্য করেন। শুধু তাই নয়, সোশ্যাল সাইটে বেশ ছড়িয়ে পড়ে শ্রাবন্তী এবং ঐন্দ্রিলার মজার কথোপকথোনও।

এসইউএ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি