ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

দুধ বেচে দিন চালাচ্ছেন গায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৯ জুলাই ২০২০ | আপডেট: ২২:৩৩, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

লকডাউনের কারণে কোথাও অনুষ্ঠান, স্টেজ শো নেই। গান রেকর্ডিং-ও হচ্ছে না। করোনার কারণে সব বন্ধ। কিন্তু সংসার খরচ তো চালাতেই হবে, এমতাবস্থায় জমানো টাকায় খেয়ে পরে থাকতে গিয়ে সেই টাকাও ফুরিয়ে গেলো। এমন অবস্থায় সংসারের মুখ চেয়ে শেষে রাস্তায় দুধ, কেক, বিস্কুট  নিয়ে বসা শুরু করলেন তিনি।

তাকে যে ভাবেই হোক সংসার চালাতে হবে। চলতে হবে নিজেকেও। আর তাই সম্মানজনক যে কোনও কাজ এই অসময়ে করতে রাজি থাকায়। হঠাৎ পেশা পরিবর্তন কে মানিয়ে নিলেন নিলীশা। জিনিষ নিয়ে বসে গেলেন রাস্তায়।

অতি সম্প্রতি, জি বাংলার ‘দিদি নম্বর ১’-এ তিনি এসেছিলেন অন্য প্রতিযোগীদের সঙ্গে। ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কুর্নিশ জানিয়েছেন নিলীশাকে, নিলীশার মনের জোরকে। আশ্বাস দিয়েছেন তাঁর পাশে থাকার।

যাঁর গলায় সাত সুর-পাখি পোষা, দুর্দিনে তাঁর এই রূপান্তর চোখ ভিজিয়েছে রিয়্যালিটি  শো-এর দর্শকদেরও।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি