ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এশিয়া ক্রিয়েটিভস অ্যাওয়ার্ড জিতলেন ফারদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

এবার এশিয়ার ক্রিয়েটিভ এক্সিউটিভ অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন সংগীতশিল্পী ও সমাজসেবক মাসুম বিল্লাল ফারদিন। আগামী ৭ এপ্রিল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ পুরস্কার তার হাতে তুলে দিবেন। 

এ বিষয়ে ফারদিন বলেন, ‘এশিয়া ক্রিয়েটিভস অ্যাওয়ার্ড অনেক সম্মানজনক একটি পুরস্কার। অফিসিয়ালি মেইলটি পাবার পর অনেক অবাক হয়েছি। সত্যিই আমি অনেক সৌভাগ্যবান যে। তারা আমাকে নির্বাচিত করেছে। আগামী এপ্রিলে আমি এটি নিতে ভারতে যাব।’ 

এর আগে সমাজসেবক হিসেবে নেপাল থেকে কোভিড-১৯ ফাইটারস ইন্টারন্যাশনাল সম্মাননা-২০২০ পান ফারদিন। 

উল্লেখ্য, ‘সুখেরই পরশ’ গানের মাধ্যমে পরিচিতি পান সংগীতশিল্পী ফারদিন। এরপর ভারতের সংগীত বাংলা চ্যানেলে ‘তোমারই আশাতে’ এবং তারা মিউজিকে প্রকাশ হয় তার আরেক জনপ্রিয় গান ‘প্রিয়া রে’। 

গানের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেন তিনি। সামনে তামিল সিনেমায় বড় কাজ করতে যাচ্ছেন ফারদিন। এছাড়া তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিডিয়া অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি