ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কোথায় দেখতে পাবেন ‘বিগ বস ১৫’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ০৯:৪২, ১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

'বিগ বস ১৫' শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে। প্রতিবারের মত এবারেও কালার্স চ্যানেলেই সম্প্রচারিত হবে বিগ বসের নতুন সিজন। প্রথম এপিসোড অনুষ্ঠিত হবে ২ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত দশটায়।

ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি শো শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বলিউড ভাইজান হাজির হবেন জনপ্রিয় আর বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' নিয়ে। 

১৪ তম সিজন সফলভাবে শেষ হওয়ার পর এবারে শুরু হতে চলেছে ১৫ তম সিজন। 

নতুন সিজন শুরুর আগেই সলমন খান দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অন্যান্যবারের থেকে এবারের বিগ বস আরও বেশি বিনোদনের এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। 

কারা কারা থাকতে চলেছেন এবারের বিগ বসে?

সঞ্চালনায় সালমান তো থাকছেই। এছাড়া জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, কর্ণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান থাকছেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া শমিতা শেট্টি, নিশান্ত ভট্ট এবং প্রতীক সেহজপালও থাকছেন বলে শোনা যাচ্ছে। 

তবে আর কোন কোন তারকা থাকতে চলেছেন এবারের বিগ বসের বাড়িতে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টার।


সূত্র: এবিপি আনন্দ

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি