ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

শিব সেজে কটাক্ষের শিকার ‘মীর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সোশ্যাল মিডিয়ায় ফের কটাক্ষের শিকার হলেন জনপ্রিয় রেডিও সঞ্চালক ও অভিনেতা ‘মীর আফসার আলী’। শিব সেজে এক মজার ভিডিও ফেসবুকে শেয়ার করায় নেটিজেনদের একাংশ রীতিমতো তেড়ে এলেন তার ফেইসবুক কমেন্ট বক্সে। কটাক্ষ করে একের পর এক খারাপ মন্তব্য লিখেই চলেছেন তারা।

মা দুর্গা আসছেন মর্ত্যে, তার আগে কী বললেন শিব? এই বিষয় নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন ‘মীর’। 

মজার জন্যই ভিডিওটি তৈরি করেন ‘মীর’। কিন্তু নেটিজেনদের একাংশের কাছে এটি মোটেও মজার নয়। তাই সুযোগ পেয়েই মীরকে একেবারে কোণঠাসা করতে শুরু করেন তারা।

নেটিজেনদের কেউ কেউ লিখেন, ‘সাহস থাকলে ঈদের দিন মজার ভিডিও করুন।’

আরেকজন লিখেন, ‘একটা মুসলিম ছেলে দেবদেবীদের নিয়ে অশ্লীল ভিডিও বানাচ্ছে আর আমরা কাপুরুষের মত তাকে উৎসাহ দিয়ে যাচ্ছি।’

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়াটা মীরের কাছে একেবারে নতুন নয়। এর আগেও বহুবার দুর্গাপূজা, গণেশ পূজা নিয়ে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার হয়েছেন মীর। 

তবে এবারের গোটা ঘটনায় হতাশা প্রকাশ করে মীর ফেইসবুকে লিখলেন, ‘অশেষ ধন্যবাদ তাদের যারা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনও পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম।’
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি